Sherpur Correspondent,
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ২নং রানী শিমূল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত রিট পিটিশন নং ৪৪৭৩/২৫ মুলে (১৯ মার্চ ২০২৫) দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে এক গুরুত্বপূর্ণ রায়ে মহামান্য হাইকোর্টের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার যৌথ বেঞ্চ মাসুম বিল্লাহকে অবৈধ ঘোষণা করেছেন এবং আবু সাইদ দিনার কে বৈধ নিকাহ রেজিস্ট্রার হিসেবে ঘোষনা দিয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায় শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রানী শিমূল ইউনিয়নে শূন্য পদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় মোহাম্মদ আবু সাইদ দিনার কে নিকাহ রেজিস্ট্রার হিসাবে নিয়োগ প্রদান করেন।
কিন্তু কৃষিবিদ নুর নেওয়াজ গত ১৮ জুন ২০২৩ সালে শেরপুর জেলায় জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করার পর মোটা অংকের টাকার বিনিময়ে মাসুম বিল্লাহ কে পূর্বের জেলা রেজিস্ট্রার মোঃ সেলিম উদ্দিন তালুকদার সাহেব এর স্বাক্ষর স্কান ও জাল করে ও ইস্যু রেজিস্ট্রার টেম্পারিং করে গত ২৩ জানুয়ারী ২০১৯ সালে ১০৩ (৭) নং ভূয়া স্বারক ব্যবহার ২ নং রানীশিমুল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের ১ টি ভূয়া নিয়োগ পত্র তৈরী করে দেন।
জাল নিয়োগ তৈরি করে মাসুম বিল্লাহ কে নিয়োগ দেয়ার পর, আবু সাইদ দিনার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ এর বিরুদ্ধে শেরপুর সি,আর আমলী আদালত ৯৫৮/২০২৪ সি,আর মামলা দায়ের করিলে আদালতের আদেশ ক্রমে সিআইডি পুলিশ শেরপুর সরেজমিনে তদন্ত করিয়া অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা রেজিস্ট্রার শেরপুর কৃষিবিদ নুর নেওয়াজ এর বিরুদ্ধে দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ পেনাল কোড ও ভুয়া কাজী মাসুম বিল্লাহ বিরুদ্ধে দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড অপরাধ প্রমানিত হওয়ায় গত ২২ ডিসেম্বর ২০২৪ সালে ৪২৬৪ নং স্বারক মুলে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।
সিআর মামলায় অপরাধ প্রাথমিক প্রমানিত হওয়ায় আইন মন্ত্রনালয় এই বছর ১৫ জানুয়ারি জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ কে ভোলা জেলায় বদলীর আদেশ দেন।
উক্ত বদলী আদেশ পাওয়ার পর অবৈধ ভাবে ভুয়া কাজী মাসুম বিল্লাহ পক্ষে গত ১৬/০১/২০২৫ ইং তারিখে ৩৩ নং স্বারক মূলে পুনরায় আরো একটি অস্থায়ী নিকাহ রেজিস্টার নিয়োগ প্রদান করায় আবু সাইদ মহামান্য হাইকোট বিভাগে রিট পিটিশন নং ৪৪৭৩/২০২৫ দায়ের করিলে মহামান্য হাইকোর্ট বিভাগ গত ১৯/০৩/২০২৫ ইং তারিখে শুনানি শেষে রায় প্রদান করে ঘোষনা করেন যে অবৈধ মাসুম বিল্লাহ নিয়োগের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, তার নিয়োগ প্রক্রিয়াটি বিধিবহির্ভূত এবং অসাংবিধানিক উল্লেখ করে মাসুম বিল্লাহর গত ৫/০২/২০২৫ইং তারিখের ১৩৩ নং স্বারক আদেশটি অবৈধ ঘোষণা করে এবং আবু সাইদ দিনার কে বৈধ নিকাহ রেজিস্ট্রার হিসাবে ঘোষণা করেন। এবং রুল নিসি জারি এবং স্থগিতাদেশ আদেশ প্রদান করেন।
উক্ত রায়ের ফলে আইন মন্ত্রনালয় কতৃক নিয়োগ প্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার আবু সাইদ দিনার নিকাহ রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করবেন। অপর দিকে মাসুম বিল্লাহর নিয়োগটি জালিয়াতির মাধ্যমে নিয়োগ করা এবং বিধিবহির্ভূত এবং অসাংবিধানিক হওয়ায় তার নিকাহ রেজিস্ট্রার কার্যক্রম আইনবহির্ভূত হিসেবে বিবেচিত হবে এবং তার নিকাহ রেজিস্ট্রার হিসাবে কাজ করার কোন বৈধতা নাই।
এ বিষয়ে আবু সাইদ দিনার বলেন, “আইনের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস ছিল। অবশেষে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আদালতের প্রতি কৃতজ্ঞ ও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি দায়িত্ব পালন করব।
অন্যদিকে মাসুম বিল্লাহ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ইঙ্গিত দিয়েছেন।
স্থানীয়রা মনে করছেন, এই রায়ের মাধ্যমে ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরে আসবে। অনেকেই বলছেন, এটি আইনের সঠিক প্রয়োগ এবং একটি উদাহরণ হয়ে থাকবে।
এবিষয়ে শ্রীবরদী সাব রেজিস্ট্রার মাহফুজুর রহমান ও জেলা রেজিস্ট্রার মোঃ আনিছুর রহমান বলেন বিষয়টি শুনেছি আদেশের কপি পাওয়ার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।