লালমোহাম্মদ কিবরিয়া, শেরপুর :
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল মদ সহ একটি অটোরিক্সা জব্দ করেছে র্যাব।
শুক্রবার (১৮এপ্রিল) গভীর রাতে এসব মদ ও অটোরিক্সা জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
র্যাবের পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে উপজেলার রাংটিয়া এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল মদ সহ একটি অটোরিক্সা জব্দ করা হয়। এসময় অটোরিক্সা চালক ও মাদককারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।
পরে শুক্রবার দুপুরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত মদ ও অটোরিক্সাটি
ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।