নাজমুল হোসেন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় হত্যা চেষ্টা ও নগদ টাকা ছিনতাইয়ের মামলায় ইউনিয়ন হোসেনগাও ইউনিয়নের চেয়ারম্যান মতিউত রহমান মতি গ্রেফতার করেছে। তিনি গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী
লীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আটক করে রানীশংকৈল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরশেদুল হক।
মতি চেয়ারম্যানের গ্রেফতারের খবর পেয়ে তার সর্থকরা থানার গেটের সামনে রাস্তা বন্ধ করে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে।
ঘটনা স্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বিক্ষোভ কারীদের শান্ত করার চেস্টা করেন।তবে সরেজমিনে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যায়। এ অবস্থায় রাস্তার দুই ধারে তীব্র যানজোটের সৃষ্টি হয়।পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভ কারীদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিক্ষোভকারীদের ৪ জন কে আটক করে পুলিশ।আটককৃত ব্যক্তিরা হলেন মফিজুল ইসলাম সেন্টু(৪০) শিমুল (৩৮), মুক্তারুল ইসলাম (৩৫)ও দেলোয়ার হোসেন (৩৬)।
আদালতে নেওয়ার উদ্দেশ্যে থানা চত্বরে গাড়িতে উঠানোর সময় চেয়ারম্যান মতি সাংবাদিকদের বলেন আমাকে কোন মামলায় গ্রেফতার করেছে আমি এখনো বুঝতে পারছি না। এসময় তিনি এলাকার মানুষের কাছে দোয়া চেয়েছেন।
মামলার বাদী হোসেনগা ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টার বলেন, একটি বিচার শালিস শেষ করে উপজেলার পথে আসার সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান ও তার দলবল একটি মাক্রো গাড়িতে করে এসে আমাকে পথরোধ মারপিট ও আমার পকেট থেকে ১ লাখ টাকা ও আমার মোটরসাইকেল টি ছিনিয়ে নিয়ে আমাকে লাথি মেরে রাস্তার নিচে ফেলে দিয়ে চলে আসে। পরে আমার লোকজন খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো বলেন, মামলার বাদির তথ্যের উপর ভিত্তিতে চেয়ারম্যান মতিউর রহমান কে মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় গ্রেফতার করা হয়। বুধবার সকাল ১১ টায় তাকে আদালত পাঠানো হয়।বিক্ষোভকারীদের ৪ জন কে আট করা হয়েছে।