কামাল হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শ্যুটারগান ও চারটি গ্রেনেডসহ সামচুল আলম বিশ্বাস নামে এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সামচুল আলম বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের বিশ্বাস পাড়ার বাসিন্দা এবং সাদেক আলী বিশ্বাসের ছেলে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত ৪ টার দিকে যৌথবাহিনী নারুয়া গ্রামের বিশ্বাস পাড়ায় সামচুল আলম বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে সামচুল আলম বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার রান্নাঘর তল্লাশি করে একটি ওয়ান শ্যুটারগান ও চারটি গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ছাড়াও অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি জামাল উদ্দিন।