Representative of Bidhan Mandal (Faridpur):
ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে মো. জুবায়ের হোসেন হিমেল (৩০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার যৌথ বাহিনী। এ সময় অভিযানে বাধা দেওয়ায় হিমেলের বাবা মাহবুবুর রহমান মঞ্জু (৬৫), মা হামিদা আক্তার (৬০) ও বোন নাজিবা জাহানকে (৩২) গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ক্যাপ্টেন তানভীর আহম্মেদের নেতৃত্ব সেনাবাহিনী ও পুলিশের একটি অভিযানিক দল নগরকান্দা পৌর সভার জঙ্গুরদী পূর্বপাড়ায় সন্ত্রাসী হিমেলের বাড়িতে প্রায় তিন ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ইন্ডিয়ান তৈরি একটি এয়ার গান, ১টি রাম দা, ২টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালিন সময় হিমেলের মা-বাবা ও বোন বাধা দেন। পরে পুলিশ তাদেরকে আটক করে। গ্রেপ্তারকৃতদের নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী হিমেল ও তার মা-বাবা-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছে।