বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপি ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে পরিচিত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জামিন নামঞ্জুর হয়ে কারাগারে পাঠানো হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) হবিগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গত বছরের ১৬ জুলাই চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়, যেখানে সায়েদুল হকসহ ৯৭ জনকে আসামি করা হয়। এছাড়া, অজ্ঞাতনামা আসামির সংখ্যা ২০০ জন। এই মামলায় সায়েদুল হক ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে।
সায়েদুল হককে ২১ অক্টোবর মিরপুর থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় এবং তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরবর্তীতে তাকে দুই দিন আগে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। আজ তার জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, সায়েদুল হক গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং আওয়ামী লীগের প্রার্থী সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হারান।