Md. Mostafizur Rahman Ripon, Jhalokati Representative
বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হওয়া সাজাপ্রাপ্ত আসামি সোহেলকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল ঝালকাঠির নলছিটি পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডের মল্লিকপুরের বাসিন্দা মৃত হারুন হাওলাদার ছেলে।
বরিশাল সদরের ২০১৪ সালের একটি অবৈধ মাদকদ্রব্যের ক্রয় বিক্রয় মামলায় জড়িত থাকায় বিচার শেষে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ডে অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
রায়ের পর থেকে পলাতক থাকায় নলছিটি থানার চৌকস এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকী সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১টা ১০মিনিটে অভিযান চালিয়ে নলছিঠি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে শনিবার (১২ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।