সিলেটের গোলাপগঞ্জে একাধিক মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে ওয়েছুর রহমান (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
১১ এপ্রিল (শুক্রবার) রাতে গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান মোল্যা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওয়েছুর রহমান গোলাপগঞ্জ পৌরসভার দাড়িপাতন এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া মামলার (মামলা নং-১১, জিআর-১৫৫/২৪) এজাহারে নাম রয়েছে।
গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।