Staff Reporter:
পিরোজপুরের নাজিরপুরে এস কে মামুন (৪০) নামের এক শ্রমীক লীগ নেতা গ্রেফতার হয়েছে। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের শ্রমীক লীগ সভাপতি। মামুন হোগলা বুনিয়া গ্রামের মৃত্য নওশের আলীর ছেলে।
জানাগেছে, গতকাল ৭(ফেব্রুয়ারি) বিকেলে স্হানীয় তারাবুনিয়া বাজার থেকে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, নাজিরপুর উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান,উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য সামন্তগাতি একটি মন্দির ভাঙ্গচুর হওয়ার ঘটনার পর থেকে সে গাঢাকা দিয়েছিল।