মোঃ আছাদুজ্জামান মিয়া, ফরিদপুর:
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও জুয়ারী চান মোল্যা ওরফে চাঁন্দু। ৯ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১টায় উপজেলার রাজাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাসদস্য ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে চান মোল্যাকে গ্রেফতার করে। অভিযানের সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা, ৪০ থেকে ৫০ গ্রাম গাঁজা, জুয়ার আসর থেকে জব্দকৃত নগদ ১১,৯৭৯ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ১১/২৫।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মাহমুদুল হাসান বলেন, “বোয়ালমারীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে আমাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইনশাআল্লাহ, এই কার্যক্রম চলমান থাকবে।”
যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানান, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।