Staff Correspondent:
নাজরান ফিসারীজ অ্যান্ড অ্যাগ্রো বিডি লিমিটেডের নামে প্রায় ১৫ হাজার বিনিয়োগকারীর ৮০০ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রধান অভিযুক্ত মোশাররফ হোসেন মৃধাসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
১৮ মে, রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নাজরান ফিসারীজ অ্যান্ড অ্যাগ্রো বিডি লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পুঁজি উদ্ধার আন্দোলন ঐক্য পরিষদ.
সংগঠনের সভাপতি মিজানুর রহমান বলেন,
“নাজরানের প্রধান মোশাররফ হোসেন মৃধা ও তার সহযোগীরা বিনিয়োগকারীদের ‘সুদমুক্ত হালাল আয়’–এর প্রলোভনে ফেলে প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছেন। তাদের মধ্যে অনেকে পেনশনের শেষ টাকা কিংবা জীবনের সঞ্চয় খুইয়ে আজ নিঃস্ব।”
তিনি আরও জানান, প্রতারণার শিকারদের মধ্যে সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। অনেকে তাদের চাকরি জীবনের শেষ পুঁজি বিনিয়োগ করেছিলেন এই প্রতিষ্ঠানে।
অভিযুক্তরা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মুফতি হাবিবুল্লাহ আজহারীর মতো ধর্মীয় ব্যক্তিত্বকে ব্যবহার করে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেন বলেও অভিযোগ করেন মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং র্যাবের কাছেও অভিযোগ জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনও কেউ গ্রেফতার হয়নি।
বিনিয়োগকারীরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার, সম্পত্তি জব্দ এবং বিনিয়োগকৃত অর্থ ফেরতের জোর দাবি জানান।