ক্রাইম রিপোর্টার:
রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রযুক্তির সাহায্যে নকল করতে গিয়ে ধরা পড়েছেন এক পরীক্ষার্থী ও তার সহযোগী। সোমবার (২০ মে) রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টায় অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেয়া মো. নাঈম ইসলাম (১৯), পিতা: একব্বার ইসলাম, সাং: কদমতলী, হরিদেবপুর, রংপুর, প্রশ্নপত্রের ছবি তুলে মোবাইল অ্যাপ ‘ইমো’-এর মাধ্যমে কেন্দ্রের বাইরে থাকা তার বন্ধু মো. হাসানুর (২২)-এর কাছে পাঠান। হাসানুর প্রশ্নের উত্তর তৈরি করে তা পুনরায় ছবি আকারে নাঈমকে পাঠিয়ে দেন। নাঈম মোবাইল ফোনটি উত্তরপত্রের নিচে লুকিয়ে রেখে সেখান থেকে দেখে দেখে উত্তর লেখেন।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি নজরে আনলে কর্তৃপক্ষ নাঈমকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর ডিবি পুলিশ অভিযুক্ত মো. হাসানুরকে আটক করে। আরেক সহযোগী মূসা নামের একজন পলাতক রয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে।
এই ঘটনায় পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আইনুল হক কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং আটককৃতদের থানায় সোপর্দ করা হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (দিনাজপুর) মো. মারুফাত হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, রংপুর ‘এ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মো. ফারুকুজ্জামান, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, এবং ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ আদরী।
উল্লেখ্য, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে ২০২৫ তারিখে।