শরীয়তপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সংগঠনের অনুমোদিত কমিটিতে ডামুড্ডা উপজেলার বাসিন্দা ও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ নাজমুল হোসেন বৈধভাবে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাজমুল হাসান নামের এক ব্যক্তি নিজেকে একই পদে (যুগ্ম সদস্য সচিব) পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, উক্ত ব্যক্তি শরীয়তপুর সদর পৌরসভার ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং তার পিতার নাম কাশেম ভেন্ডার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে, নাজমুল হাসান নামের ওই ব্যক্তি সংগঠনের অনুমোদিত কমিটিতে কোনো পদে নিযুক্ত নন এবং এই সংগঠনের কোনো পদবী ব্যবহারের অধিকার তাঁর নেই।
সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জাবেদ শেখ