Joypurhat Correspondent :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ আলমপুর গ্রামে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক মুদি দোকানের প্রায় দেড় লাখ টাকার মালামাল।
শুক্রবার (১৬ মে) ভোররাতে রিপন খানের মালিকানাধীন দোকানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। আগুনে দোকানের টিভি, ফ্যানসহ সমস্ত পণ্য পুড়ে যায়। দোকান মালিক রিপন খান বলেন, “ভোরে ঘুমাতে যাওয়ার পর খবর পাই, আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি কিছুই অবশিষ্ট নেই।”
রিপনের স্ত্রী চাম্পা বেগম জানান, “সদ্য এক লাখ টাকার পণ্য তুলেছিলাম, সব পুড়ে গেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
স্থানীয় বাসিন্দারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেছেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ জানান, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”