মো. গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রামে স্থানীয় বিএনপি নেতা সাগর চৌধুরীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেপ্তার টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রুয়েটের সেকশন অফিসার হলেও, দীর্ঘ পাঁচ বছর ছুটি ছাড়াই মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন এবং এই সময় রুয়েট ও সিটি করপোরেশন দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনৈতিকভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।
পুলিশ সূত্র জানায়, টিটু বন্ধু ছিলেন অস্ত্র হাতে ভাইরাল হওয়া কিশোর গ্যাং সদস্য জহিরুল হক রুবেলের। টিটুর বিরুদ্ধে জমি দখল, কিশোর গ্যাং লালন, ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কারণেই মেয়র লিটনের মেয়াদকালে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
৫ আগস্ট রাজশাহীতে চলমান আন্দোলনের সময় নিহত সাকিব আনজুম হত্যা মামলার অন্যতম আসামি টিটু। এছাড়াও ছাত্র ও জনতার ওপর হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বদলগাছী থানা পুলিশ তাকে রাজশাহীতে হস্তান্তর করলে এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, “বিএনপি নেতা সাগর চৌধুরী কেন টিটুকে আশ্রয় দিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”