সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর যৌথ অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও পশু চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার মধ্যরাতের পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারসংলগ্ন সুনামগঞ্জ-ঢাকাগামী সড়কে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করা হয়।
বিজিবির সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে শুক্রবার বিকেলে গণমাধ্যমকে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর শান্তিগঞ্জ ক্যাম্প ও ২৮ বিজিবির যৌথ দল কাভার্ড ভ্যানটিকে তল্লাশি করে।
এ সময় ভ্যানটি থেকে কুকুর ও বিড়ালের বিভিন্ন রোগের প্রতিষেধক ১৪,৮৭২ বক্স ঔষধ এবং ১৮,৯৭৭ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্য বাংলাদেশে আমদানি নিষিদ্ধ।
অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের মেজর আসিফ রানা আনীক এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার রফিকুল ইসলাম। অভিযানে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন।
২৮ বিজিবির সুনামগঞ্জ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির বলেন, “চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত তৎপরতা চলমান আছে। জব্দকৃত মালামাল এবং কাভার্ড ভ্যানের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে সেনাবাহিনী ও বিজিবির এমন যৌথ অভিযান আরও জোরদার করা হবে।