ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ভান্ডারিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং মো. খালেক সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শহিদুল ইসলাম আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের ভান্ডারিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়া তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের নির্বাচনী ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন।
ভান্ডারিয়া থানা-পুলিশ জানায়, শুক্রবার (১৭ মে) মধ্যরাতে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।