জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে এক ৩৬ বছর বয়সী নারীকে কলাবাগানে নিয়ে রাতভর ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একজন এখনো পলাতক রয়েছে। শুক্রবার সকালে জয়পুরহাট সদর থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক যুবকরা কারা?
গ্রেফতারকৃতরা হলেন—
- জুলফিকার আলী (১৯), উত্তর জয়পুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে।
- রেজুয়ান পারভেজ (১৯), পৌর শহরের গাড়িয়া কান্ত মহল্লার রেজাউল ইসলামের ছেলে।
Police said, বৃহস্পতিবার জুলফিকারকে খঞ্জনপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে এবং রেজুয়ানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার পেছনের বিবরণ
জয়পুরহাট সদর থানার ওসি মো. নূর আলম সিদ্দিক জানান, গত ৯ এপ্রিল রাতে ভুক্তভোগী নারী স্থানীয় যুবক মাহবুব আলম আব্দুল্লাহ (২৫)-র কাছে ২ হাজার টাকা ধার চান।
এই সুযোগে মাহবুব কৌশলে তাকে মোটরসাইকেলে করে কুঠিবাড়ী ব্রিজ এলাকায় নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আরও তিনজন— শাহীনুর রহমান শ্রাবণ (২২), জুলফিকার O রেজুয়ান.
মাহবুব সেখানে পৌঁছে তাদের ডেকে এনে স্থান ত্যাগ করে। এরপর ওই তিনজন মিলে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে যায়।
নারীটি পরবর্তীতে খঞ্জনপুর যমুনা বাঁধ এলাকায় আশ্রয় নিলেও, অভিযুক্তরা সেখানে গিয়েও তাকে পিছু নেয়। পরবর্তীতে তারা তাকে পূর্ব পাথুরিয়া গ্রামের একটি কলাবাগানে নিয়ে গিয়ে রাত ১১টা থেকে ২টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। এরপর পাশের পটলক্ষেতে রাত সাড়ে ৩টা পর্যন্ত নিপীড়ন চলতে থাকে।
একপর্যায়ে অভিযুক্তরা ধূমপানে ব্যস্ত হয়ে পড়লে নারীটি সুযোগ বুঝে পালিয়ে যান এবং জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার ও তদন্ত অগ্রগতি
মামলার ভিত্তিতে পুলিশ প্রথমে প্রধান অভিযুক্ত মাহবুব আলম আব্দুল্লাহকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় বাকি দুই আসামিকে গ্রেফতার করা হয়। তবে শাহীনুর রহমান শ্রাবণ এখনো পলাতক There is.
গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।