মীর ইমরান, মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়েছেন স্থানীয় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রায়হান সরকারের বড় ভাই মো. শাহীন সরকার (৫৫)।
বৃহস্পতিবার (১৫ মে) ভোর পাঁচটার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিং কান্দি গ্রামে বজলু মাদবরের বাড়ি থেকে গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শাহীন সরকার শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের সেলিম সরকারের বড় ছেলে এবং আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান রায়হান সরকারের ভাই। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবির হোসেন বলেন, “আহত শাহীন সরকারকে পুলিশ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে বোঝা যায় তিনি গণপিটুনির শিকার হয়েছেন।”
এ বিষয়ে শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহাজাহান বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শাহীন সরকারকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং আরও একটি চুরির মামলা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।”