Faridpur District Representative:
ফরিদপুরের বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবা বড়িসহ মজিবর মোল্যা (৬৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ওই মাদক কারবারির কাছ থেকে নগদ ৮৫০ টাকা ও মাদক বেচা কেনার ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেন। আটকের ঘটনায় এসআই আব্দুর রশিদ শনিবার (৩ মে) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদি হয়ে মামলা করেন। মামলা নম্বর ৬। ওই মাদক কারবারির বাড়ি মধুখালী উপজেলার নদিয়া বাজার কান্দি গ্রামে।
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকালে মাদক কারবারি মজিবর মোল্যা মাদক নিয়ে বোয়ালমারী উপজেলার কাদিরদি শ্মশান ঘাটের সামনে পাকা রাস্তার উপরে পৌঁছালে যৌথবাহিনী তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়া বড়ি, ৮৫০ টাকা ও মাদক বেচা কেনার ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদকসহ আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।