রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ একটি চার সদস্যের ডাকাত চক্রকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মোশারফ হোসেন ওরফে আলভি (২৩), মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) এবং মো. আকাশ হাওলাদার (১৬)। শুক্রবার, ৪ জুলাই ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় সামুরাই অস্ত্রও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, এই চক্রটি মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে চার জনকে আটক করা গেলেও তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ডাকাতদের মধ্যে মোশারফ ওরফে আলভি আগে থেকেই পরিচিত একটি নাম। তার অস্ত্র হাতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজিতে জড়িত ছিল। তারা সাধারণত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের মোবাইল ফোন, টাকা-পয়সা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে চক্রটির পলাতক সদস্যদের আটকে র্যাব-২ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।