Habiganj Correspondent:
হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় থানার এএসআই মো. আতিকুর রহমানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর নামক স্থানে অভিযান চালান।
এ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। নাজমুল নাটোর জেলা সদরের তেবাড়িয়া গ্রামের মো. ওমর আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কিবরিয়া চৌধুরী