ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
রিমান্ডে পাঠানো তিনজন হলেন—তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও মো. পলাশ সরদার। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার শুনানিতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলেও, উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা ১৩ মে গ্রেপ্তার হন।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, তিন আসামিই ভাসমান হকার এবং মাদকসেবী। তদন্তে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে ভাই শরীফুল আলম শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন।