লালমোহাম্মদ কিবরিয়া
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে মোবাইল ফোনে ডেকে নিয়ে নাঈম বাদশা (১৮) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নাঈম বাদশা নালিতাবাড়ী উপজেলার আন্ধারু পাড়া গ্রামের নাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে নয়াবিল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদ (২০) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারু পাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে সবুজ আহমেদের ফেসবুক আইডিতে সম্প্রতি একটি স্ট্যাটাসে নাঈম ‘হা-হা-হা’ প্রতিক্রিয়া দেয়। এতে ক্ষুব্ধ হয়ে সবুজ নাঈমকে হুমকি দেয়।
ঘটনার দিন সকাল ৯টার দিকে সবুজ নাঈমকে নয়াবিল বাজারে কৃষি ব্যাংকের পেছনে ভোগাই নদীর তীরে ডেকে নেয়। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাঈম চলে আসার সময় সবুজ পেছন থেকে ছুরিকাঘাত করে। নাঈমের সঙ্গে থাকা এক বন্ধু চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।
ঘাতক সবুজ গাজীপুর এলাকায় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করত। স্থানীয়রা জানান, নাঈম ও সবুজ ছোটবেলায় আন্দারু পাড়া উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছিল।
ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।