Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ এলাকার এক বাক প্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (২৯ মার্চ) দুপুরে নিজ বাড়ির কক্ষে ঝুলন্ত অবস্থায় আব্দুল হক (৪৫) নামের ওই যুবকের মৃতদেহ পাওয়া যায়। তিনি সুকন মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী জানিয়েছেন,” সকালে আব্দুল হক তার পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। তবে দুপুর ১২টার দিকে তিনি নিজ কক্ষে দরজা বন্ধ করে ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা পরে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়”।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।