Naogaon Correspondent:
নওগাঁর রাণীনগর উপজেলা সদরে প্রকাশ্যে দিনদুপুরে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মে) সকালে উপজেলার নগরব্রিজ এলাকায় এই ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মাখলুদ হোসেন (২১)। তিনি উপজেলার চকাদিন (ত্রিমোহনী) গ্রামের শারীরিক প্রতিবন্ধী ওসমান গুনির ছেলে এবং নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মাখলুদ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা ৮-১০ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে এবং ধারালো খুর দিয়ে একটি কান কেটে দেয়। এ ছাড়া কোমড়ে ও শরীরের বিভিন্ন অংশে পাইপ দিয়ে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। গুরুতর আহত মাখলুদ রাস্তায় পড়ে জ্ঞান হারালে তার কাছে থাকা ব্যাগ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে এক ভ্যানচালক আহত অবস্থায় মাখলুদকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের খবর দেন। দ্রুত তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় রবিবার সন্ধ্যায় মাখলুদের পরিবারের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে এমন ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।