Representative of Bidhan Mandal (Faridpur):
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ ৫জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে তাদেরকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন ও রবিবার রাতে কাগদি এলাকা থেকে ৮০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- মাঝারদিয়া গ্রামের মো. মামুন মোল্যা (২৮), মোঃ সানি মিয়া (২২), মিয়ার গ্রামের আল আমিন (৩৮), কুমারপুটি গ্রামের ইবাদত হোসেন (৩৬) ও কাগদি গ্রামের ইয়ার আলী মোল্যা (৩৮)।
সালথা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আতাউর রহমান বলেন, দিবাগত রাতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মামুন সহ চারজনকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মামুনের বিরুদ্ধে ওয়ারেন্টসহ একাধিক মামলা আছে। এছাড়াও রবিবার রাতে কাগদি এলাকায় অভিযান চালিয়ে ইয়ার আলী নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।