Bidhan Mandal, Faridpur Representative:
ফরিদপুরের সালথা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন (৪৫) এবং মাঝারদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেমায়েত হোসেন (৫০)।
শুক্রবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
গ্রেপ্তারকৃত কামাল হোসেন সালথা উপজেলার নওপাড়া গ্রামের মৃত আলি মিয়ার ছেলে। অপরদিকে হেমায়েত হোসেন বাতাগ্রামের বাসিন্দা এবং আনোয়ার হোসেন মোল্যার ছেলে।
ওসি আতাউর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তবে কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তিনি বলেন, “আটক দুই নেতার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।”
গ্রেপ্তারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চলছে।