মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে খ্রিস্টান পল্লীতে গভীর রাতে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছাগল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী অথরা বাড়ৈ (৩০) জানান, সোমবার (১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে তিনি বাড়িতে একা ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত চাইনিজ কুড়াল দিয়ে তার বাড়ির প্রধান দরজায় আঘাত করে ভেতরে ঢোকার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে তারা পালিয়ে যায়।
পরে তিনি দেখতে পান, বাড়ির পেছনের ছাগল খামারে অগ্নিসংযোগ করা হয়েছে এবং খামার থেকে ১৮টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া তার পেঁপে বাগানে শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অথরা আরও জানান, ঘটনাস্থলে দুর্বৃত্তরা একটি বাটন মোবাইল ফোন ফেলে রেখে যায়, যার নম্বর ছিল ০১৮৬২-৯২৮৯৬০। তিনি ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”