Pirojpur Correspondent:
পিরোজপুরের কাউখালীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ঢেকে নিয়ে যেয়ে ধর্ষণের চেষ্টার সময় জনতার হাতে লম্পট ধর্ষক আটক।
এলাকাবাসী ও কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী বিদ্যালয় কেন্দ্র কাউখালী সরকারি কলেজে এলাকা থেকে দুপুরে ক্লাস বিরতি সময় চতুর্থ শ্রেণীর ১০ বছরের স্কুল ছাত্রী স্কুলের সামনে বের হলে লম্পট উপজেলার সোনাকুর গ্রামের মৃত হারেজ শেখের পুত্র মোহাম্মদ হানিফ শেখ(৫৫) স্কুল ছাত্রীকে কলেজ মোড় সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদের বাড়ির পাশে চিপা গলিতে ডেকে নিয়ে যায়।
একপর্যায়ে স্কুল ছাত্রীর মুখ চেপে নির্জন স্থানে নিয়ে লম্পট হানিফ স্কুলছাত্রীর প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্কুল ছাত্রী চিৎকার দিলে পাশের বাড়ির লাকি বেগম নামে এক মহিলা দেখতে পেয়ে লোকজন জড়ো করলে হানিফ শেখ মেয়েটির হাতে ৫০ টাকা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন লম্পট হানিফকে রাস্তা থেকে ধরে এনে পুলিশের কাছে সোপর্দ করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান,স্কুল ছাত্রীর নানী রাহেলা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
Message sender
Syed Bashir Ahmed