বরিশাল প্রতিনিধি:
মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরীঘাট থেকে ইবতেদীয়া মাদ্রাসার ১ ম ও ২য় শ্রেনীর ১৩০০ সরকারি বই সহ আব্দুর রহমান কাজী নামে এক ক্রেতাকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ( এনএসআই) এর কর্মকর্তারা।গতকাল ২/৫/২০২৫ ইং শুক্রবার বেলা ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা বরিশাল মুলাদী সড়কের মীরগঞ্জ ফেরীঘাট থেকে ২০২৫ সালের বই সহ এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়া ইউনিয়নের বালিগ্রামের বাসিন্দা । তার পিতার নাম আলী আকবর কাজী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী শফিক মাহমুদের কাছ থেকে বইগুলো কিনেছেন বলে দাবি করেন।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ছুটির দিনে দুইটার পরে ক্রেতারা বইগুলো কিনেছেন। এবং ছুটির দিনে বই নেওয়ার স্হানীয়দের সন্দেহ হলে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা ( এনএসআই ),পুলিশ, ও মাধ্যমিক শিক্ষা অফিসে জানান। পরে পুলিশ মীরগঞ্জ ফেরীঘাট থেকে মাদ্রাসার ইবতেদীয়া, ১ম ও ২য় শ্রেনীর ১৩০০ বই সহ এক জন ক্রেতাকে আটক করে। তবে শফিক মাহমুদ বই বিক্রির কথা অস্বীকার করেন। অপরদিকে মুলাদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসলাম জানান, শুক্রবার ছুটির দিন, ছুটির দিনে বই বিতরণ করা হয় না। এবং নৈশ প্রহরী দুই দিনের ছুটিতে রয়েছে, তাই কীভাবে বই গুলো বাইরে এসেছে তা খতিয়ে দেখা হবে।