Monir Hossain, Benapole Correspondent:
যশোরের বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—জহিরুল ইসলাম (৩৫), উপজেলার খড়িডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
রবিবার (১১ মে) রাতে নিহতের বাবা নূর ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ৭–৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং ৭/৮৯, তারিখ: ১১-০৫-২০২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া।
পুলিশ জানায়, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় খড়িডাঙ্গা গ্রামে আনিছুরের দোকানের সামনে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হন সুমন হোসেন। শনিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন কয়েক বছর আগে মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে ৪০ হাজার টাকায় ১২ কাঠা জমি বন্ধক নেন। বনিবনা না হওয়ায় সুমন সেই টাকা ফেরত চেয়ে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
ওসি রাসেল মিয়া জানান, “হত্যা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”