নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি কুন্ডলী গ্রামে বিষক্রিয়ায় মারা গেছে দরিদ্র হাঁস খামারি সন্তোষ মিয়ার প্রায় ১,২০০ হাঁস। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। ইতোমধ্যে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে খামারি সন্তোষ মিয়া প্রতিদিনের মতো হাঁসগুলো পার্শ্ববর্তী একটি বিলে ছাড়েন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাঁসগুলো একে একে মারা যেতে থাকে। অল্প সময়েই বিলের পানি ও আশপাশের এলাকায় মৃত হাঁসের স্তূপ জমে যায়।
চোখের পানি মুছতে মুছতে সন্তোষ মিয়া জানান, “মাত্র এক মাস আগে ঋণ নিয়ে ২,১০০ হাঁসের বাচ্চা কিনেছিলাম। তার মধ্যে ১,২০০টি মারা গেছে। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। খাদ্যের দোকানেও এখনও ৪০ হাজার টাকা বাকি।”
তিনি দাবি করেন, কেউ ইচ্ছাকৃতভাবে বিলে বিষ প্রয়োগ করেছে। এই অভিযোগে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারিক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।
ভেটেরিনারি সার্জন বলেন, “হাঁসগুলোর মৃত্যুতে ভাইরাসজনিত লক্ষণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। মৃত হাঁসের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই নিশ্চিতভাবে বলা যাবে।”
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, “উপজেলা পর্যায়ে সরাসরি অনুদান দেওয়ার সুযোগ নেই, তবে জেলা পর্যায়ে আবেদন করলে সরকারি সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
বিলের জমির মালিক মুসলেম উদ্দিন বলেন, “সন্তোষ বহুদিন ধরে এখানে হাঁস পালন করছে। সে গরিব মানুষ। এ ঘটনায় আমরাও মর্মাহত।”
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”