উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
৬ মে (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) পরিদর্শক মো. শাহাদারা খান, পিপিএম-এর নেতৃত্বে এসআই মো. অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ এবং সঙ্গীয় ফোর্সসহ সদর থানার ৫ নম্বর ওয়ার্ডের ভওয়াখালী গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানে ভওয়াখালী ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় টু বাহিরডাঙ্গা গামী পাঁকা রাস্তার উপর থেকে মো. কাজেম মোল্লা ওরফে কাদের মোল্লা (৩২), পিতা: মো. এলাহী মোল্লা, সাং: ভওয়াখালী, থানা: নড়াইল সদর, জেলা: নড়াইল—এর দখল হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।