Md. Dil, Sirajganj
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের রেজা মেম্বার ও তার বড় ভাই বোরহান তালুকদাদের বিরুদ্ধে এতিম সাজু নামে এক যুবকের জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এবিষয়ে সেনাবাহিনী, পুলিশ সুপার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রেজা মেম্বার ও তার ভাই বোরহান তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে তাদের দলবল নিয়ে তার জমি দখল করেছে। অভিযোগ আরো উল্লেখ করেন বােরহান তালুদার এক জন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমি দস্যু সে অত্র ইউনিয়নে সন্ত্রাসী কার্যকলাপ সহ এলাকার সাধারণ নিরীহ লােকদের জমি দখল করাই তার পেশা। তাদের ভয়ে এলাকার কেহ মুখ খুলতে সাহস পায় না।
ভুক্তভোগী মোঃ সাজু তালুকদার বলেন,
রেজা মেম্বার ও তার ভাই বোরহান তালুকদার আমার নিকট (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় আমার জমি দখল করে রেখেছে। জমির কাছে গেলে আমাকে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। এর আগেও আমার নিজ নামীয় দলিলকৃত সম্পত্তি ইতিপূর্বে তার লাঠিয়াল বাহিনী নিয়ে মারমুখী আচরন সহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
এর আগে গত (৫ মার্চ) সিরাজগঞ্জ সদর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যান্টেন ও সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর শান্তি শৃঙ্গলা বিনষ্টকারী বােরহান তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি লিখেছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আফিফান নজমু।
এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ না করায়
এ নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।