Barisal Correspondent:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চর সমদ্দী বালিগ্রামে একাধিক মামলার আসামি ও মাদকসেবী রুবেল হোসেন হাওলাদারের (২৮) সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, রুবেল মৃত সুলতান হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি ও গাছ কাটাসহ একাধিক মামলা রয়েছে। ২০১৯ সালের ৫ অক্টোবর নিজের স্ত্রীর হত্যার অভিযোগে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এরপর ২০২৪ সালের ১৫ ও ১৭ অক্টোবর রুবেলের বিরুদ্ধে চর সমদ্দী এলাকার এক গৃহবধূ মমতাজ বেগমের লাগানো বিভিন্ন জাতের গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগে বাকেরগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করা হয়, যা এখনো চলমান।
এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রুবেল ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এলাকাবাসীর ওপর নানা নির্যাতন চালাত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সে বিএনপির পরিচয় ব্যবহার করে একইভাবে সাধারণ মানুষের ওপর দাপট দেখাচ্ছে।
রুবেল এলাকায় একজন পরিচিত মাদকসেবী ও বিক্রেতা হিসেবেও কুখ্যাত। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, হুমকি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
চর সমদ্দী বালিগ্রামের একাধিক নিরীহ বাসিন্দা জানিয়েছেন, রুবেলের সন্ত্রাসী তৎপরতায় তারা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত রুবেলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।