কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
রোববার(২০ এপ্রিল) ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ শিপন মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত মাদক সম্রাট শিপন উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের ছাতির মিয়া ওরফে ছাদির মিয়ার ছেলে।পুলিশ জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম
অভিযান চালিয়ে মাদক সম্রাট শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৬০ পিচ ইয়াবাট্যাবলেট পাওয়া যায়।
কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। রোববার সকালে আটককৃত মাদক ব্যবসায়ী শিপনকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Shabbir Elahi, Kamalganj