উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে
নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে টোকন মীর (৬০) নামে এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী, ছেলে ও আত্মীয়সহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা চরপাড়া গ্রামে। নিহত টোকন মীর করফা গ্রামের মৃত নবাব মীরের ছেলে। তিনি কৃষি পেশায় যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টোকন মীরের সঙ্গে তাঁর চাচাতো ভাই ফেরদৌস মীরের পরিবারের ভ্যান ব্যবহারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফেরদৌস মীর, রিজ্জাক মীর এবং তাঁদের পরিবারের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে টোকন মীরের বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা টোকন মীর, তাঁর স্ত্রী, ছেলে রুবেল ও রাজু মীরকে রামদা ও ছ্যানদা দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে টোকন মীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই লোহাগড়া থানার পুলিশ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।