Bidhan Mandal, Faridpur Representative:
ফরিদপুরের সালথা উপজেলায় মো. হারুন ফকির (৫৭) নামের ইউনিয়ন কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হারুন ফকির রামকান্তপুর ইউনিয়নের মৃত মোনাউল্লাহ ফকিরের ছেলে এবং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হারুন ফকিরের বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।