বাংলা এফএম ডেস্ক:
সিলেট নগরীতে বিশেষ অভিযানে বিদেশী মদ, ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মীরাবাজারে ফরহাদ খাঁর পুলের আগে ইয়ামাহা শোরুমের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত ৩টা ২৫ মিনিটে সন্দেহজনকভাবে চলাচলরত একটি ডিআই পিকআপ আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে উদ্ধার করা হয়:
- ৩ বোতল বিদেশী মদ
- ২০ পিস ইয়াবা
- একটি ডিআই পিকআপ, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল
আটককৃতরা হলেন:
- সিদ্দিক আমীন (২৫), পিতা- আব্দুল জলিল, গ্রাম- নলজুড়ী (দক্ষিণ বস্তি), চৈলাখেল ইউনিয়ন, গোয়াইনঘাট, সিলেট।
- শুভ হালদার (২৫), পিতা- যতীন্দ্র হালদার, গ্রাম- বাটাজোর, গৌরনদী, বরিশাল।
In this case কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ১০(ক), ৩৮ ও ৪১ ধারায় একটি মামলা (এফআইআর নং-৪১) রুজু করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত এ ধরনের অভিযান চলবে।