মো. নাছির উদ্দিন, চাঁদপুর:
চাঁদপুরের কচুয়া মহাসড়কে বিভিন্ন পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যানের চালকদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজির সময় তিন চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছে র্যাব-১১।
সোমবার (১৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১১।
র্যাব-১১ জানায়, স্পেশাল টহল ডিউটিকালীন সময়ে ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস সংলগ্ন গৌরিপুর টু হাজীগঞ্জগামী পাকাসড়কের উপর কতিপয় চাঁদাবাজ বিভিন্ন পরিবহণ থেকে চাঁদাবাজি করার দায়ে আটক করা হয়।
তারা হলেন, কচুয়া উপজেলার আকানিয়া এলাকার মেহেদী হাসান তারেক (২৪), মোঃ শাহজালাল (২৪) ও পলাশপুর এলাকার জাহিদ হাসান ফরহাদ রবিন (২৩)।
তারা একটি কাভার্ড ভ্যান থেকে চাঁদা গ্রহনকালে দেখতে পেয়ে টহল পিকআপ থামিয়ে র্যাব সদস্যরা কাছে যেতেই তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব তাদের ধরতে সক্ষম হন।
ওই সময় তাদের কাছ থেকে ৩ টি চাঁদা আদায়ের রশিদ বই, আদায়কৃত চাঁদা ১২ হাজার ৪’শ ১০ টাকা, ৩ টি স্টিলের রড এবং ১ টি টর্চ লাইট উদ্ধার করে। তারা ঘটনাস্থলে বিভিন্ন পরিবহণ (বাস, কাভার্ড ভ্যান, ট্রাক) হতে চাঁদা আদায় করে।
পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।