Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর ডিমলা উপজেলার কুখ্যাত অপরাধী আব্দুল মালেক (৩২) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৭ মে) গভীর রাতে র্যাব-১৩ এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে জলঢাকা উপজেলার বালাগ্রাম বাজার এলাকা থেকে আটক করে।
আব্দুল মালেক ডিমলার দক্ষিণ সোনাখুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতি, অপহরণসহ একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে স্থানীয়রা জানান।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ডিমলা থানায় দায়ের হওয়া এক চাঞ্চল্যকর দস্যুতার মামলার প্রধান আসামি ছিলেন মালেক। গত ১৮ মার্চ রাতে ডিমলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দুদিয়াপাড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে দেড় লাখ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়।
এই ঘটনায় মামলা দায়ের হলে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালেককে গ্রেপ্তার করে এবং রাতেই ডিমলা থানায় হস্তান্তর করে।
ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন,
“ধৃত আসামিকে রোববার (১৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
র্যাব জানায়, মাদক, দস্যুতা ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।