Satyajit Das (Moulvibazar Correspondent):
বাংলাদেশের এলিট ফোর্স র্যাব-৯ আবারও সাফল্যের পরিচয় দিয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার একটি হত্যা মামলার পলাতক এজাহারভুক্ত আসামি বজলু মিয়াকে সফল অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল ২০২৫, দুপুর ১২টা ১০ মিনিটের দিকে র্যাব-৯, সিপিসি-২ এর একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সমশেরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বজলু মিয়াকে গ্রেফতার করে।
বজলু মিয়া (৪০),পিতা-মৃত জিলদার মিয়া, বিন্নিগ্রাম গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে শুধু এই হত্যা মামলা নয়,মৌলভীবাজার সদর মডেল থানায় আরও ৯টি মামলা চলমান রয়েছে।
উল্লেখ্য,বজলু মিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে- হত্যা, মারামারি, গুরুতর আঘাত, হত্যার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ।
র্যাব জানিয়েছে,গ্রেফতারের পর বজলু মিয়াকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
র্যাব প্রতিশ্রুতিবদ্ধ — দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের নিরলস প্রচেষ্টা চলবে, যাতে সাধারণ মানুষ একটি নিরাপদ সমাজে বসবাস করতে পারে।