Staff Reporter:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এক মধ্যবিত্ত মাছচাষীর তিন বিঘা পুকুরের সমস্ত মাছ বিষ প্রয়োগে মারা গেছে। ক্ষতিগ্রস্ত মাছচাষী মো: হাচেন মাতুব্বর (৭০) জানান, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গভীর রাতে তার পুকুরে দুর্বৃত্তরা বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে প্রায় তিন লক্ষ টাকার মাছ মেরে ফেলে।
ভুক্তভোগী মো: হাচেন মাতুব্বরের অভিযোগ, তিনি একজন পরিশ্রমী খেটেখাওয়া মানুষ। পুকুরে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন। অজ্ঞাত ব্যক্তিদের এমন নিষ্ঠুর কাজের ফলে তিনি চরম হতাশা ও আর্থিক সংকটে পড়েছেন। তিনি বলেন, “আমি এখন বুঝতে পারছি না, কিভাবে নিজের জীবন চালাবো। মাছচাষ বন্ধ হলে আমার সংসার চালানো অসম্ভব হয়ে যাবে।”
তিনি আরো জানান, যে বা যারা এই অমানবিক কাজ করেছে, তারা সম্পূর্ণ বিবেকহীন। ক্ষতিগ্রস্ত হাচেন মাতুব্বর এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
ঘটনার পর তিনি ফরিদপুর সদরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tanvir Tuhin