Staff Reporter:
ফরিদপুরের সদরপুর উপজেলায় হেরোইনসহ আসিফ বেপারি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসিফ উপজেলার ঢেউখালী ইউনিয়নের দবির উদ্দিন বেপারি ডাঙ্গী গ্রামের জিল্লু বেপারির ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে সদরপুর থানার সামনে প্রধান সড়কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৩.৬০ গ্রাম (৫১ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপর দিকে বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিল, ৩০০ গ্রাম গাজা ও ১ বোতল মদসহ হাসেম খানের ছেলে ফারুক খান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
Tanvir Tuhin
Staff Reporter