Satyajit Das (Moulvibazar Correspondent):
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। অভিযানে নেতৃত্ব দেয় র্যাব-৯ এর সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামি হুমায়ুন মিয়া (৩০), পিতা- নানু মিয়া,গ্রাম- আলিসারকুল,থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার। তাঁর বিরুদ্ধে এসএমপি, সিলেট এর কোতোয়ালি মডেল থানায় ১৩ মার্চ ২০২৫ তারিখে মামলা (নম্বর- ৩৪/১৪৭) দায়ের হয়, যার ধারাবলি ৮(১)/৮(২)/৮(৩), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শাহদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জানান,“র্যাব-৯ শুরু থেকেই সমাজে বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পর্নোগ্রাফির মতো সমাজবিধ্বংসী অপরাধ দমনে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জনগণের জন্য একটি নিরাপদ,বাসযোগ্য সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
গ্রেফতারের পর হুমায়ুন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।