Staff Reporter, Abdus Salam Molla:
ফরিদপুরে চরভদ্রাসনে স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী ওস্থানীয় সন্ত্রাসী গাজীর টেকের জয়দেব সরকার ডাংগী গ্রামের আইয়ুব ব্যাপারীর ছেলে আব্দুর রব বেপারী (৪০)কে২রা মে সন্ধ্যা সাড়ে ছয়টা গ্রেফতার করেছে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অফিসার।
জানা গেছে, ফরিদপুরে চরভদ্রাসনে স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী ওস্থানীয় সন্ত্রাসী গাজীর টেকের জয়দেব সরকার ডাংগী গ্রামের (নতুন দোকান)আইয়ুব ব্যাপারীর ছেলে আব্দুর রব বেপারী কে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অফিসার স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী ওস্থানীয় সন্ত্রাসী গাজীর টেকের জয়দেব সরকার ডাংগী গ্রামের আইয়ুব ব্যাপারীর ছেলে আব্দুর রব বেপারী(৪০)এর বিরুদ্ধে চরভদ্রাসন জিআর ৭১/২৪এর ওয়ারেন্ট ভুক্ত আসামীওচরভদ্রাসন থানার নিয়মিত মামলা নং৮ তাং২৮/৪/২৫ইং। ধারা পেনাল কোড ৩০৬ এজাহার নামীয় আসামি।
আরো জানা গেছে, চর হাজীগঞ্জ বিন্দু ডাংগি এলাকার সংখ্যালঘু জেলেদের থেকে মারধোর করে চাঁদা আদায় এবং মাছ নিয়ে টাকা না দেয়ার অভিযোগ রয়েছে বিস্থর।
পহেলা মে এ ব্যাপার চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউললাহ খান নিজ উদ্যোগে বিন্দু ডাঙ্গী গ্রাম মন্দির সংলগ্ন উঠান বৈঠক করে। উঠান বৈঠকে সংখ্যালঘু হিন্দু জেলেরা তাদের অভিযোগগুলো তুলে ধরেন।
অপরদিকে উপজেলা পরিষদ হতে গাজীরটেক ইউনিয়ন পরিষদের একটি বাস্তবায়িত করে কাবিখার টিয়ার প্রকল্পের চর হোসেন হতে সেকেন্ড মন্ডলে বাড়ি পর্যন্ত কাজের প্রদারকী করে গাজীরটেক ইপি সদস্য বশির মোল্লা। প্রকল্পে বেখু দিয়ে করার সময় বেখুর ড্রাইভার গাজিরটেকের ফজল মৃধার ছেছে নজরুলের কাছে চাঁদা দাবি করে। পরের দিন চাঁদা না পাওয়ায় বেকু ভাঙচুর করে।
চরঅঞ্চলের নিরীহ কৃষকদের কাছ থেকে, দরিদ্র অসহায় বিভিন্ন সংখ্যালঘু জেলেদের কাছ থেকে মারধর করে মাসিক হারে চাঁদা আদায় করতো। সন্ত্রাসীর স্বর্গ রাজ্য পরিণত করত কেউ কোন প্রতিবাদ করেনি।
পুলিশের অভিযান পরিচালনা করে মোট ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের ছয়টি গাজাঁর গাছ ও দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতারের পর ফরিদপুর মুখ্য হাকিম আদালতে প্রেরণ করা হয়েছে।
আরেক গাঁজা উৎপাদনকারী ও ব্যাবসায়ী বাদল মন্ডল উপজেলা গাজীরটেক ইউনিয়নের পদ্মা নদীর এ পারে বিন্দুডাঙ্গী গ্রামের বসতি। তার গ্রামে রয়েছে শত শত জেলে পরিবারের বসতি। সেও দীর্ঘদিন ধরে বাড়ীর ভিতরে গাঁজা উৎপাদন করে গ্রামের যুবকদের মধ্যে মাদক সরবরাহ করে আসছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার ওই দুই মাদক উৎপাদনকারী ও ব্যাবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ছয়টি গাঁজার গাছ সহ দুইজনকে গ্রেফতার করেন।
মাদক ব্যাবসায়ী আঃ রব বেপারীর সম্পর্কে শনিবার গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী জানান,“আঃ রব বেপারী শুধু মাদক ব্যাবসাই করতো না বরং চরাঞ্চলের ঘরে ঘরে ঢুকে প্রতিনিয়ত চাঁদাবাজী করে আসছিল। তার চাহিদামত গ্রামের লোকজন টাকা দিতে না পারলেই সে নিরিহ লোকদের মারধর করতো এবং নির্যাযন চালাতো। কিছুদিন আগে মাদক ব্যাবসায়ী আঃ রব বেপারীর নির্যাতনে তার স্ত্রী আত্নহত্যা করেছে বলেও উক্ত ইউপি চেয়ারম্যান জানান”।
এলাকাবাসী ও সুশীল সমাজ অপরাধী কে সর্বোচ্চ শাস্তি প্রদান করে মাদক নির্মূলে প্রশাসন সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।