দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে ৫০গ্রাম গাঁজাসহ ২মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের একটি চা দোকানের সামনে বিক্রিকালে ৫০গ্রাম গাঁজাসহ মনির হোসেন (৪৮) ও হাসমত উল্লাহ রুবেল (৪৬) নামের ২মাদক ব্যবসায়িকে হাতে নাতে আটক করে পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে বোর্ড অফিস বাজারের ইউপি কার্যালয় সংলগ্ন চা দোকানের সামনে থেকে মনির হোসেন ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একটি সূত্রে জানা যায় হাসমতউল্লাহ রুবেল একজন নিয়মিত মাদক ব্যবসায়ী ইতিপূর্বে অনেকবার তিনি গ্রেফতার হইছে, তবে কোর্টে জমিনের জন্য একটা সু কৌশল তৈরি করে এই মাদক ব্যবসায়ী। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন পটুয়াখালী কর্তৃক একটি নিয়োগ পত্রের কিছু কাগজপত্র কোর্টে জমা দেন অল্প সময়ে তার জামিন হয়ে যায়।
দুমকি থানার ওসি মো: জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিৎ করে বলেন, নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে ধৃত আসামিদ্বয়কে আজ বুধবার সকালে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।