District Representative, Comilla.
কুমিল্লার শিক্ষানবীশ আইনজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র কোতওয়ালি মডেল চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের কারণে মামলা দায়ের করেন এবং তাকে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়ার কারণে দ্রুত বিচার আইন আদালতে মামলা করেন। মামলা করে যেন তিনি আরও ফেঁসে গেছেন। এজহার নামীয় আসামীদের মধ্যে মাত্র একজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাকী আসামীরা বিগত ৮ মাসেও ধরা না পরায় প্রতিনিয়ত জীবন কাটছে শংকার মাঝে ।
রোববার (১৩ এপ্রিল) শিক্ষানবীশ আইনজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র সাংবাদিকদেরকে বলেন,মামলা করার কারণে এখন তার এবং তার পরিবার প্রাণনাশের হুমকি নিয়ে জীবন কাটাচ্ছেন।
এজহার ভুক্ত আসামীরা অজ্ঞাত স্থান থেকে এবং বিবাদী পক্ষের আত্মীয় স্বজন এবং স্যার গ্রুপের গ্যাংয়ের সদস্যরা মিলে আমি ও আমার পরিবারকে হত্যা করে লাশ গেমতী নদীতে ফেলে দেয়াসহ তার স্ত্রী কুমিল্লা সরকারি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত তাকে এসিড মেরে মুখ ঝলসিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। এতে তিনি কলেজে যাওয়া আসা বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি জেলা পুলিশ সুপার বরারবর দরখাস্ত ও কোতওয়ালি মডেল থানার জিডির অভিযোগে জানা যায়,
অজ্ঞাতনামা বিবাদীগণ ও তাদের দোসররা মাইক্রোবাস ও মোটর সাইকেল যোগে আমার বাসার আশে-পার্শ্বে বিভিন্ন লোকজনদের বাসায় অবস্থান করে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে মহড়া দেয়। কিছুদিন আগে বিবাদী ও তাদের দোসররা যখন আমাকে ছোড়া দিয়ে আঘাত করে যখম করে তখন আমি মেডিকেল টিকেটসহ অপরাধীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দাখিল করি। বিবাদীরা নিজেদেরকে ঢাকাস্থ সরকারী বিশেষ গোয়েন্দা প্রশাসনের লোক মর্মে পরিচয় দিয়ে, “বিগত দিনে প্রশাসনের নিকট আমি আমার জান-মালের নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়েছি। তারা খন মহড়া দেয় তখন একে অপরজনকে স্যার স্যার বলে সম্মোধন করে বিবাদীদের বহন করা মাইক্রোবাস যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আমার ব্যবহৃত মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে আমাকে গুম করে ফেলা,
আমার বিরুদ্ধে মামলা দায়ের করা আমাকে হয়রানি করাসহ হুমকী ধামকি দেয়। এ অবস্থায় আমি এবং আমার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবা ও মা এবং আমার স্ত্রী সন্তানাদি নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে জীবন কাটাচ্ছি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানোর হুমকি দিয়ে চলেছেন। তারা আমার হোয়াটসঅ্যাপ, ইমো ও ফেসবুক হ্যাক করেছেআমি এর জন্য জেলা ডিবি ও কোতওয়ালি থানায় অভিযোগ করেছি।
মওদুদ আবদুল্লাহ শুভ্র কুমিল্লা জেলা প্রশাসক বরাবর, জেলা পুলিশ সুপার বরাবর, কুমিল্লা র্যাব ১১ কোম্পানি কমান্ডার বরাবর জেলা ডিজিএফআই এবং এনএসআই কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ এই মামলাটির আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে। কিন্তু এজহার নামীয় আসামীদের একএকজন একেক জায়গায় কুমিল্লার বাইরে অবস্থান করায় এবং দ্রুত আসামীরা তাদের অবস্থান পাল্টানোর কারণে তাদেরকে গ্রেপ্তার করতে একটু সমস্যা হচ্ছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁন বলেন, আমি মওদুদ আবদুল্লাহ শুভ্রকে বলেছি, কোনো সমস্য হলে যেকোনো সময় আমাকে ফোন দিবেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Saqlain Jobair Comilla