যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় ছাত্রীদের শোবার কক্ষে সিসি ক্যামেরা স্থাপন ও শিক্ষক কক্ষ থেকে মনিটর জব্দ, পুলিশ তদন্তে নামে
যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায় গত বুধবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীদের শোবার কক্ষে স্থাপন করা সিসি ক্যামেরা এবং শিক্ষকদের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে। অভিযোগে জানা যায়, মাদ্রাসার ছাত্রীরা নিজস্ব গোপনীয়তা ভঙ্গের বিষয়টি এক শিক্ষার্থী তার মাকে জানান। পরে, ওই ছাত্রীর মামা কুষ্টিয়া থেকে যশোরের পুলিশ সুপার (এসপি)-এর কাছে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং ইউএনও কাজী নাজিব হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে মাদ্রাসায় অভিযান চালানো হয়। অভিযানে মাদ্রাসার শিক্ষক আবু তাহেরকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, তবে তাকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশ জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের নিচতলায় শিক্ষকদের কক্ষ ছিল এবং চারটি তলায় আবাসিক ছাত্রীরা লেখাপড়া করত। সিসি ক্যামেরাগুলো ছাত্রীদের শোবার কক্ষে স্থাপন করা ছিল, পাশাপাশি পুরো ভবনে সিসি ক্যামেরা ছিল।
পুলিশ জানান, সিসি ক্যামেরার ডিভিআর রেকর্ডিং জব্দ করা হয়েছে এবং সেখানে এক মাসের ফুটেজ সংরক্ষিত ছিল। এই ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে, যাতে যদি কোনো আপত্তিকর বিষয় পাওয়া যায়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বর্তমানে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ জানিয়েছেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।